স্টাফ রিপোর্টার॥ জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা প্রান্তে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামাতের কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামাতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মো. আরাফাত হোসেন, মোহিনী তাবাচ্ছুম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনূজ্জামান।