স্টাফ রিপোর্টার॥ বল্লী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কোকো স্মৃতি ফুটবলে এসএম ফুটবল একাডেমি বনাম রসুলপুর একাডেমি মুখোমুখি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে সাতক্ষীরা এসএম ফুটবল একাডেমি ও রসুলপুর ফুটবল একাডেমি। প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় দুই দলের মধ্যে জমজমাট লড়াই দেখা যায়, দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবান্ধব মানুষ। তাঁর স্মরণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়Íএটি তাঁর প্রতি ছাত্র সমাজের ভালোবাসার প্রকাশ। ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা, ক্রীড়া চেতনা ও ঐক্য গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ছাত্রদল যুব সমাজকে ক্রীড়ার মাধ্যমে দেশ ও দলপ্রেমে উদ্বুদ্ধ করবে।” খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বল্লী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি ও সাধারণ সম্পাদক রাশেদ রেজা যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অন্য অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।