স্টাফ রিপোর্টার॥ জুলাই ঘোষণাপত্র , শহীদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ ফ্যাসিবাদী শাসনের বিরম্নদ্ধে বিচারের দাবিতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।
শনিবার (১৯ জুলাই) দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাইয়ের পথে জনতার সাথে’ শীর্ষক ক্যাম্পেইনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক,পুরাতন সাতড়্গীরা, বড় বাজার,নিউমার্কেট, সঙ্গীতা মোড় এলাকায় নেতৃবৃন্দ ও কর্মীরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
কর্মসূচিতে অংশ নেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত,কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, সংগঠক তাওহীদুল ইসলাম,সাতড়্গীরা কমিউনিকেশন টিমের সদস্য , আক্তারম্নল ইসলাম (আক্তার) ,আবিদ হাসান, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাঈম হোসেন, ঝুমা মারিয়াম প্রমুখ।
এ সময় আপ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাসকে সামনে রেখে আমরা সারা দেশে গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে আজ সাতড়্গীরায় এসেছি। সরকারকে অবশ্যই ‘জুলাই সনদ’ ঘোষণা করে তা সংবিধানে অšত্মর্ভুক্ত করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পরিবারকে অর্থনৈতিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
তাঁরা আরও বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার, গুম-খুনের দায়ে দায়ীদের শা¯িত্ম, ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠন, অর্থপাচার রোধ, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতেই আমরা রা¯ত্মায় নেমেছি। মানুষের গুরম্নত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন কেউ কথা বলছে না, তখন আমরা সেই দায়িত্ব পালন করছি।”