স্টাফ রিপোর্টার॥ জুলাই ২৪ ছাত্র জনতার আন্দোলনে সাতড়্গীরার প্রথম শহীদ আসিফ হাসান এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলড়্গে কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সাতড়্গীরা জেলার নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল আসর বাদ শহীদ আসিফ এর পারিবারিক কবরস্থানে তারা পৌছে দোয়া করেন। এসময় শহীদ আসিফ এর বাবা মাহমুদ আলম ও ছোট ভাই রাকিব হাসান উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সাতড়্গীরা জেলার প্রধান সমন্বয়ক কামরম্নজ্জামান বুলুর নেতৃত্বে যুগ্ম সমন্বয়ক শেখ আহসান উল্যাহ, সদস্য সিএম নাজমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা দেবহাটার আস্কারপুরে পৌছে দোয়ায় অংশ নেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা এবং দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ দিনভর বিভিন্ন শ্রেণি পেষার মানুষ সেখানে যান এবং শহীদ আসিফ হাসান এর জন্য দোয়া করেন।
উলেস্নখ্য, শহীদ আসিফ হাসান উপজেলার আস্কারপুর গ্রামের মাহমুদ হাসান এর ছেলে। নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ফোর সেমিষ্টারে পড়াশুনা করছিলেন তিনি। গেল বছরের জুলাইয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরম্নদ্ধে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকার উত্তরা বিএনএস সেন্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝাজরা হন। এরপর তাকে তাৎড়্গণিক কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। শহীদ আসিফ হাসানরা জমজ দুই ভাই ও ৩ বোন।