যুবদল নেতার হস্তক্ষেপে ১২ বছর পর চাপড়া আদর্শ গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পেল – দৈনিক সাতক্ষীরা সংবাদ

যুবদল নেতার হস্তক্ষেপে ১২ বছর পর চাপড়া আদর্শ গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পেল

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ১১, ২০২৫

 আশাশুনি প্রতিনিধি ॥ দীর্ঘ ১২ বছরের চরম দুর্ভোগের অবসান ঘটলো আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া আদর্শ গ্রামের। প্রায় ৩০০ পরিবারের বসবাস এই গ্রামে একটু বৃষ্টি হলেই ঘরবাড়ি, রান্নাঘর, এমনকি গোয়ালঘরও তলিয়ে যেত পানিতে। জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে পোকামাকড় ও সাপের আতঙ্কে দিন কাটাতে হতো। রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবন ছিল দুঃস্বপ্নের মতো।

এই দীর্ঘ সমস্যা সমাধানে এগিয়ে এলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব ও বুধহাটা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু জাহিদ সোহাগ। তিনি নিজস্ব অর্থায়নে আধা কিলোমিটার দীর্ঘ ড্রেনেজ ব্যবস্থার জন্য বোরিং করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। ফলে দক্ষিণ চাপড়া গ্রামবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এতদিনে আমরা শান্তিতে ঘুমাতে পারবো। পানির ভয়, সাপের আতঙ্ক—সবকিছুই এখন অতীত হবে। আবু জাহিদ সোহাগ জানান, মানুষের কষ্ট দেখেই এই উদ্যোগ নিয়েছি।  আমি চেয়েছি মানুষকে স্বস্তি দিতে। এটা আমার দায়িত্ব বলে মনে হয়েছে। এই মানবিক উদ্যোগে এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অন্যান্যদেরও এমন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।