প্রেস বিজ্ঞপ্তি॥ সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনি, নিউজ টয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি জনাব মনিরম্নল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ। তিনি শনিবার কালিগঞ্জ থেকে রিপোর্ট সংগ্রহ্র করে সাতড়্গীরায় ফেরার পথে রাত ৮টার দিকে নলতা পৌছালে মোটরসাইলকে দূঘটনায় গুরতর আহত হন। তাঁর আশু শারিরীক সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতড়্গীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারম্নক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুই, কার্য নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিলল্লুর রহমান, আক্তারম্নজ্জামান বাচ্চু, আমিরম্নজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।