সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত ৪০ শিক্ষার্থী হাসপাতালে – দৈনিক সাতক্ষীরা সংবাদ

সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত ৪০ শিক্ষার্থী হাসপাতালে

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ২২, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥  শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০শিক্ষার্থী  আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রড়্গাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন অনেক শিক্ষার্থী । আহত শিড়্গার্থীদের মধ্যে রয়েছেন আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অšত্মর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) প্রমুখ। আহত শিড়্গার্থীরা জানান, শিড়্গা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিড়্গার্থীরা সচিবালযের সামনে বিড়্গােভ করছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিড়্গার্থীদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রড়্গাকারী বাহিনীর সদস্যরা শিড়্গার্থীদের লড়্গ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিড়্গপে করে। এতে শিড়্গার্থীরা আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারম্নক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থী  আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরম্নরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।