শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার – দৈনিক সাতক্ষীরা সংবাদ

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ২২, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥  মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীড়্গা স্থগিতের সিদ্ধাšেত্ম বিলম্ব হওয়া নিয়ে নানা আলোচনা ও শিড়্গার্থীদের বিড়্গােভের মধ্যে শিড়্গা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিড়্গা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার। অšত্মর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তার ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদšেত্ম শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিড়্গার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদšত্ম কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিড়্গা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। ’গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্ব¯ত্ম হয়। এতে এখন পর্যšত্ম ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিড়্গার্থী। আহত হয়েছেন ১৬৫ জন। এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।  এদিকে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীড়্গা নির্ধারিত ছিল। এই শোকাবহে শিড়্গার্থীসহ নানা মহল পরীড়্গা স্থগিতের দাবি জানালেও শিড়্গা মন্ত্রণালয় সোমবার মধ্যরাত পর্যšত্ম এ বিষয়ে অনড় থাকে। এক পর্যায়ে বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠানের শিড়্গার্থীরা পরীড়্গা বর্জনের ঘোষণা দিতে থাকে।পরে রাত ৩টার দিকে পরীড়্গা স্থগিতের সিদ্ধাšত্ম নেওয়া হয়। এত বিলম্বে সিদ্ধাšত্ম নিয়ে ব্যাপক সমালোচনা হতে থাকে।  এর মধ্যে মঙ্গলবার দুপুরে একদল শিড়্গার্থী সচিবালয়ের সামনে গিয়ে বিড়্গােভ করতে থাকে। এমনকি তারা গেট দিয়ে ভেতরেও ঢুকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সচিবালয় থেকে ধাওয়া দিয়ে বের করে দেয়।