স্টাফ রিপোর্টার॥ রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চইএঝও কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি উদযাপন এবং এসএসসি ২০২৫ সালের গৌরবময় ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক মজনুর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক পল্টু বাসার, সাবেক অভিভাবক সদস্য লিয়াকাত আলী খান রতন, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান আলো, সাবেক পৌর মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, উওর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ইমরান ইমু,। অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষায় নয়, নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতাতেও এগিয়ে। এ অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো উপজেলার গর্ব।” পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ তানজেরুল হক ও সহকারী শিক্ষক পাপিয়া খাতুন।