সাতক্ষীরা সদর থানায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার
স্টাফ রিপোর্টার॥ মাদক ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সাতক্ষীরা সদর থানায়। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদি শক্তির যে কোন ধরনের পরিকল্পনা নস্যাৎ করতে যৌথ অভিযানসহ নানামুখী উদ্যোগ গ্রহন করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক।
গত ২৮ জুলাই পুলিশ স্পেশাল ব্রাঞ্চের একটি পত্রে উল্লেখ করা হয়, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন উপলক্ষে বিতাড়িত ফ্যাসিবাদিশক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালাচ্ছে। এছড়াও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যসিবাদ বিরোধী কর্মসূচীতে বাধা প্রদান সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কা করে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় পত্রটিতে।
এসব বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, নির্দেশনা মোতাবেক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসবাদ রোধে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
মি. শামিনুল হক আরও বলেন, ‘সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে নজরদারি বৃদ্ধি সহ বিশেষ অভিযান পরিচালনা চলমান আছে। মাদকের বিরুদ্ধে বরাবরের ন্যায় জিরো টলারেন্স নীতি নির্ধারন করা হয়েছে। এছাড়ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলমান আছে।’
অফিসার ইনচার্জ শামিনুল হক জনপ্রতিনিধি (চেয়ারম্যান-মেম্বার) ও জনগনের উদ্দেশ্য করে জানিয়েছেন, ‘আপনার আশে পাশে সতর্ক দৃষ্টি রাখুন। কোন অপ্রীতিকর বা সন্দেহজনক গতিবিধি সাথে সাথে থানায় অবহিত করুন।’ প্রয়োজনে অফিসার ইনচার্জের ব্যবহৃত ০১৩২০-১৪২১৭৯ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে জন-সচেতনতাই মুখ্য ভূমিকা পালন করে ।