স্টাফ রিপোর্টার॥ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভয়াবহ বিধ্বস্ত হয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের স্টাফ, শিক্ষার্থীদের অভিভাবক সহ যারা নিহত হয়েছেন এবং এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে সাতক্ষীরায় প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদ এ প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার প্রত্যেকটি মন্দিরে যুব ঐক্য পরিষদ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলন করেন। এতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।