বুধহাটা সরকারি গোরস্থানের বদ্ধ পানি ও খালের পলি অপসারণ উদ্বোধন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

বুধহাটা সরকারি গোরস্থানের বদ্ধ পানি ও খালের পলি অপসারণ উদ্বোধন

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ১৩, ২০২৫

আশাশুনি ব্যুরো ॥ আশাশুনি উপজেলার বুধহাটা সরকারি কবরস্থানের বদ্ধপানি ও স্লুইস গেটের পলি অপসারণ কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় জামায়াত ও বিএনপি নেতাদের ব্যবস্থাপনায় বদ্ধ পানি ও পলি অপসারণের কাজ উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বুধহাটা স্লুইস গেট দিয়ে কুল্যা, বুধহাটা, হাবাসপুর, জোড়দিয়া সহ ফিংড়ী ও ধুলিহর ইউনিয়নের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন হয়ে থাকে। বেতনা নদী খনন কাজে ধীরগতির কারনে লোকালয়ের ধোয়ানী ও পলি এসে স্লুইস গেটের খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। অপরদিকে বুধহাটা সরকারি কবরস্থানটি অতি বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে পড়েছিল। কেউ মৃত্যুবরণ করলে দাফন করা অসম্ভব হয়ে গিয়েছিলো। বুধহাটা পূর্ব পাড়ার সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম এবং সিনিয়র বিএনপি নেতা, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ শুরু করা হয়। এ বিষয়ে এড. শহিদুল ইসলাম বলেন, বিগত ৫ আগস্ট থেকে সাধারণ মানুষের জন্য বুক ফুলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ তাহালা যতদিন বাঁচিয়ে রাখেন এলাকার মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবো। বুধহাটা পূর্ব পাড়ার বাসিন্দা সাইদুল বারী বলেন, জামায়াত নেতা এড. শহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কবরস্থানের বদ্ধ পানি নিষ্কাশন করা হয়েছে। তা না হলে কোন ব্যক্তি মারা গেলে দাফন কাজ ব্যাহত হতো। এ সময় স্থানীয় পর্যায়ে সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।