বুধহাটায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

বুধহাটায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ২৬, ২০২৫

আশাশুনি প্রতিনিধি॥ আশাশুনি উপজেলার বুধহাটায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বুধহাটা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বুধহাটা ইউনিয়ন ইজিবাইক চালক সমিতি একাদশ ও মোটরসাইকেল চালক সমিতি একাদশ জোর প্রতিদ্বন্দ্বিতা করে।

উত্তেজনাপূর্ণ খেলায় প্রথম অর্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয় অর্ধে মোটরসাইকেল চালক একাদশ একটি গোল এবং ইজিবাইক চালক সমিতি পরপর দুইটা গোল করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মতিকুল ইসলাম, মোঃ আলম হোসেন, মুত্তাজুল ইসলাম, শহিদুল ইসলাম। খেলায় প্রথম গোলদাতাকে পুরস্কৃত করেন বিশিষ্ট আম ব্যবসায়ী রিজাউল ইসলাম। রেফারির দায়িত্বে ছিলেন দাউদ হোসেন, সহকারী ছিলেন আব্দুল্লাহ ও সোলাইমান হোসেন।