বড়দলের খেড়ুয়ারডাঙ্গায় রাস্তার জমিতে দোকান ঘর নির্মানের অভিযোগ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

বড়দলের খেড়ুয়ারডাঙ্গায় রাস্তার জমিতে দোকান ঘর নির্মানের অভিযোগ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ২৭, ২০২৫

আশাশুনি প্রতিনিধি॥ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে রাস্তা দখল নিয়ে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ফলে রাস্তা দিয়ে যানবাহন চলাচলে দুরাবস্থা দেখা দিয়েছে।

বড়দলের খেড়ুয়ারডাঙ্গা-জামালনগর রাস্তার পাশ্ববর্তী এলাকায় প্রায় ৪/৫ শত পরিবারের বসবাস। এলাকার মানুষ এই পথেই যাতয়াত করে থাকে। প্রতিনিয়ত নানান যানবাহনে মালামাল বহন ও মানুষ চলাচল করে থাকে। রাস্তার গুরুত্ব বুঝে ইতিমধ্যে ইটের কাজ করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে পাশের গাছের ডাল ঝুলে থাকায় ভোগান্তির সৃষ্টি হয়ে থাকে। কয়েকদিন আগে থেকে মৃত নবাব আলী ফকিরের ছেলে রেজাউল ফকির বাড়ির সামনে রাস্তার মাটির অংশ দখলে নিয়ে দোকান ঘর নির্মান কাজ শুরু করেন। ইতিমধ্যে পাকা ভীত, কাঠের বেড়া ও এ্যাডবেস্টার টিনের ছাউনির কাজ করা হয়েছে। ভীত যেমন রাস্তার ফুটপাত দখল করেছে, ছাউনি তেমনি ইটের রাস্তা স্পর্শ করে আছে। এলাকাবাসী জানান, ছোট্ট রাস্তা দিয়ে যানবাহন ক্রসিং কষ্টকর, তার উপর দোকান ঘরের কারনে মালামাল বোঝাই ভ্যানসহ যানবাহন চলাচলে চরম ঝুঁকি দেখা দেবে। বড়দল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আজিজ হাসান জানান, খবর পেয়ে আমি মোবাইলে ঘর নির্মান কাজ বন্দ রাখতে বলি এবং কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলি। তারা আসেনি। সোমবার আমি সরেজমিন গিয়ে দেখবো। এবং খাস জমিতে ঘর নির্মান করা হলে উচ্ছেদের জন্য ইউএনও স্যারকে বলবো।