দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ৩১, ২০২৫

দেবহাটা প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে দেবহাটা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, উপদেষ্টা আব্দুল ওহাব, দৈনিক দৃষ্টিপাতের উত্তম রায় প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দেবহাটায় দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে দেবহাটার উন্নয়নের তার এই অবদান স্মরনীয় হয়ে থাকবে বলে জানানো হয়।