দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ চন্দ্র মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রভাষক ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা জামসেদ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আবিদ হাসান তানভীর প্রমুখ। এসময় মাদক, চোরাচালান, বাল্যবিববাহ, ইফটিজিং প্রতিরোধে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। একই সাথে দেবহাটা বাজারে গভীর রাত পর্যন্ত রশিদের চায়ের দোকানে মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের উপস্থিতির বিষয়ে তোলপাড় হয়। এছাড়া ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে বলেও মিটিং আলোচিত হয়।