দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা
দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ আগষ্ট) দুপুর ১.৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালত কার্যক্রম আরো গতিশীল ও ইউপি সদস্যদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষন পরবর্তী ইউনিয়নে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমের বিষয়ে খোজ নেন। একইসাথে গ্রামের সাধারণ মানুষের ছোট খাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিশ্চিত করার জন্য সকল ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া সকল ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রমের বিষয়ে প্রচার-প্রচারনার ব্যবস্থা, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে বলা হয়। সভায় তিনি, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করার জন্য বলেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান , কমিটির সদস্য দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান , সমাজসেবা বিষয়ক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম , নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, গনমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা ।