আশাশুনি প্রতিনিধি॥ আশাশুনি উপজেলার খাজরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও rally অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, এডহক কমিটির সভাপতি ইউনুছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার জনসাধারনের অংশ গ্রহনে প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি rally বের করা হয়। rally টি স্কুল চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।