স্টাফ রিপোর্টার॥ শনিবার সকাল ১০ টার সময় মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় এবং আরা সংস্থার বাস্তবায়নে পৌরসভার ৯ টি ওয়ার্ডের সমাম্বয়ে ৫ নং ওয়ার্ডে কমিউনিটি স্কোরকাড এর অংশ গ্রহন মুলক পদ্ধতিতে ইনডিকেটর নির্ধারণ করার জন্য সভা অনুষ্ঠিত হয় । সভায় জলবায়ু বিপন্ন নারীরা প্রতি ওয়াড থেকে ৪ জন্য করে ৩৬ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি স্কোরকাড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ৫ নং ওয়াডের নারী সুরড়্গা ফোরামের সাধারণ সম্পাদক কাকুলী মন্ডল । আরও বক্তব্য রাখেন ৩ নং ওয়াডের নারী সুরড়্গা ফোরামের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন । তিনি বলেন- ব¯িত্ম বা কলোনীতে যারা বসবাস করে আজ পর্যšত্ম কমিউনিটি স্কোরকাড এর মত প্রোগ্রামে অংশগ্রহন করতে পারি নাই আমরা আনন্দিত এবং সরকারী সেবার মান নিনয় করার খুব সহজ উপায়। উক্ত সভায় সভাপত্বিত করেন নারী সুরড়্গা ফোরামের ১ নং ওয়াডের সভাপতি রায়হাতুল জান্নাত রিমি , সভাটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী পিটার সেন, সহযোগিতা করেন ইভেন্ট অর্গনাইজার সুলতান মাহমুদ, ফিল্ড ভলান্টিয়ার সিকান্দার আবু জাফর ও নাসরিন সুলতানা দিবা।