আশাশুনির গদাইপুরে ৭৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলের ষড়যন্ত্র – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আশাশুনির গদাইপুরে ৭৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলের ষড়যন্ত্র

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ২৬, ২০২৫

আশাশুনি ব্যুরো॥ আশাশুনি উপজেলার গদাইপুর মৌজায় ৭৫ বছরের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্র ও অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় মামলা রুজুর পরেও আদালত অবমাননা করে আবারও জবর দখলেরর চেষ্টা ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। গদাইপুর গ্রামের বেদার বখত সানা বাং ১৩৫৭ সালে বিধুভূষণ হালদারের কাছ থেকে ৬ একর সম্পত্তি আমলনামা করে নেন। সেই থেকে তারা জমিতে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন। সরকার ২০১০ সালে জমি খাস খতিয়ানভুক্ত করেন। স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিন মাপজোক করে ঢোলশহরতসহ লাল পতাকা উঠিয়ে জমি চিহ্নত করে খাস দখল করেন। এরপর থেকে বেদার বখত সানার ওয়ারেশ মোমরেজুল হক সানা দিং জমিতে পূর্ববত ভোগ দখলে থাকেন এবং ২০১৬ সালে ডিসিআর গ্রহন করেন। সর্বশেষ ২০২৫ সালে ডিসিআর পেতে যথা নিয়মে আবেদন করেছেন। এবং জমিতে ভোগদখলে আছেন। গত ১১/০৪/২৫ তাং কাপসন্ডা গ্রামের মৃত আমির আলীর ছেলে নূর মোহাম্মদ ও আঃ গফুর সানা, গফুর সানার ছেলে হাবিবুর, গদাইপুরের শাহাজাহান আলী, শাহিন, প্রভাকর হালদার জমিতে জবর দখলের হুমকী ও আস্ফালন করে। তারা জমিতে অনাধিকার প্রবেশ করে বেড়ী বাঁধ কেটে তছনছ ও মাছ লুটের হুমকী দেয়। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা হলে মোমরেজুল বখত সানা বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরায় পি- ৮২৮/২৫ নং মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশ পেয়ে থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে নোটিশ করেন। নোটিশ প্রাপ্তির পরও গত ২৫ জুলাই ২য় পক্ষ পুনরায় জবর দখলের চেষ্টা, মৎস্য ঘেরের বাঁধ কেটে তছনছ ও মাছ লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি ঘের মালিক পক্ষ আশাশুনি থানা পুলিশকে অবহিত করেছেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় পদক্ষেপ ও সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।