৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন, বাড়ছে ৪০০ ক্যাডার পদ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন, বাড়ছে ৪০০ ক্যাডার পদ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুন প্রকাশ করা হতে পারে। সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের প্রকাশিত রোডম্যাপে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ঘোষণা করে। বৃহস্পতিবার (২৬ জুন) পিএসসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও এ তথ্য জানা গেছে।পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘৪৪তম বিসিএসের ফলাফল প্রস্তুত। আগামী রবি অথবা সোমবার এ বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে। যেহেতু পূর্বঘোষণা রয়েছে ৩০ জুন ফল প্রকাশ করা হবে, সেক্ষেত্রে সেদিন অথবা আগের দিন ২৯ জুনও ফলাফল প্রকাশ করা হতে পারে।’

বাড়ছে ক্যাডার পদ, বেশি শিক্ষা ক্যাডার

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৪তম বিসিএসে এক হাজার ৭১০ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ বিসিএসের চূড়ান্ত সুপারিশে পদসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এক্ষেত্রে শিক্ষা ক্যাডারে বেশিসংখ্যক পদ বাড়ানো হবে বলে জানিয়েছেন সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানান, চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়ায় শিক্ষক নিয়োগেও বিশেষ বিসিএসের দাবি উঠেছে। তবে শিক্ষক নিয়োগে বিশেষ বিসিএস নেওয়াটা কঠিন। বিষয়ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন, সিলেবাস তৈরি এবং পরীক্ষা শেষে ভাইভা নেওয়াটা দীর্ঘ সময়ের ব্যাপার।‘সেজন্য শিক্ষা ক্যাডারের পদ বাড়িয়ে শিক্ষক সংকট কাটানোর চেষ্টা করা হবে। পাশাপাশি কর ও মৎস্য ক্যাডারেও কিছু নিয়োগ দেওয়া হবে। সবমিলিয়ে এ পর্যন্ত প্রায় ৪০০টি পদ বাড়ানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত এটার সংখ্যা আরও কিছু বাড়তে পারে’ বলেও উল্লেখ করেন পিএসসির এ সদস্য।নন-ক্যাডারে পদ বাড়ানোর সিদ্ধান্ত নেই

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে প্রায় দেড় হাজার পদে নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়ানোর দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে তারা সংবাদ সম্মেলনও করেছেন।তবে পিএসসি সূত্র বলছে, নন-ক্যাডারে পদসংখ্যা বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পদ বাড়াতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে হয়। সেটাও করা হয়নি।পরীক্ষা সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা জানান, যেহেতু এখনও প্রস্তাবনা পাঠানো হয়নি, ফলে নন-ক্যাডারে পদ বাড়ানো হবে না। কারণ রোডম্যাপ অনুযায়ী—৩০ জুনের মধ্যে ফল প্রকাশ করতে হবে পিএসসিকে। ফলে মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রস্তাবনা পাঠানো এবং অনুমোদন করিয়ে আনা কষ্টসাধ্য। পাশাপাশি নতুন করে নন-ক্যাডার পদ বাড়িয়ে ফল প্রস্তুত করাটাও জটিল।২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।