সাবেক সিইসি নুরুল হুদার পরিণতি দেখুন: জ্বালানি উপদেষ্টা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

সাবেক সিইসি নুরুল হুদার পরিণতি দেখুন: জ্বালানি উপদেষ্টা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার পরিণতির উদাহরণ টেনে বর্তমানদের সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।শনিবার (৫ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসনের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা এবারের নির্বাচনের দায়িত্বে থাকবেন, তারা যেন নুরুল হুদার পরিণতির কথা মনে রাখেন। ২০১৮ সালে রাতে ভোটের মাধ্যমে যারা মনে করেছিল পার পেয়ে গেছে-অতিরিক্ত সচিব হয়ে গেছে, নানা রকম সুবিধা নিয়েছে-তাদের অনেকেই এখন আর ক্ষমতায় নেই। সেইসব ডিসি ও কর্মকর্তাদের পরিণতি সবাই দেখেছে। আমরা কেউই শক্তিধর নই। আমাদের আসল শক্তি জনগণের কাছে।  ফাওজুল কবির আরও বলেন, নির্বাচনে কে জয়ী হবে আর কে হবেন না-এটা নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। কারো পক্ষ হয়ে এখন থেকেই কাজ করা সম্পূর্ণ ভুল ধারণা। এবারের নির্বাচন ভিন্ন-একেবারেই ভিন্ন নির্বাচন। অনেকেই জানে না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কি না, সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা তা বলেছেন। তবে আমরা জানি, সেই দলের একটি জনসমর্থন আছে। কিন্তু তারা কোথায় ভোট দেবে, তা আমরা কেউই জানি না। সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো-১৮ থেকে ২৫ বছর বয়সী নতুন ভোটাররা কাকে ভোট দেবে, সেটাও আমরা কেউ জানি না।  সামনে রয়েছে অগ্নিপরীক্ষা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দয়া করে মনে রাখবেন-কে জয়ী হবে আর কে হবে না, তা নির্ধারণ করা নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজ নয়। যেই জয়ী হোক, আমাদের কাজ করতে হবে তার সঙ্গেই।  জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ জেলার সব দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।দুই দিনের সফর শেষে বিকেলে ট্রেনযোগে রাজধানীর উদ্দেশে রওনা হন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।