সাতক্ষীরা শ্যামনগরে ফরেস্ট অফিসের সরকারি টলার আত্মসাৎতের অভিযোগ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

সাতক্ষীরা শ্যামনগরে ফরেস্ট অফিসের সরকারি টলার আত্মসাৎতের অভিযোগ

লেখক/প্রতিবেদকঃ
প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৩

মেহেদী হাসান : সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট অফিসে চুক্তিকৃত কন্ট্রাকটার মোঃ আলম জমাদ্দার  (৩২) পিতা ইসমাইল জমাদ্দার (৬০ )ফরেস্টের যোগসাজোসে দুইটি টলার কব্জা করে নিয়েছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, জেলার শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী  হেড অফিস থাকায়, অফিস অভ্যন্তর ও বনের মধ্যে বিভিন্ন সরকারি ভবন বাজেট পাশ হওয়ার দরুন ,দীর্ঘদিন যাবত সে ফরেস্ট অফিসে  রাজমিস্ত্রি ও লেবার পরিচালনা করে আসছে। এই কাজের সুবাদে উপর মহলের অফিসারদের সাথে তার সখ্যতা করে ওঠে। এরই প্রেক্ষিতে, সে দুটি টলার নিজের করে নিয়েছে। এই ছবিটি তার বাড়ির সামনে থেকে সংগ্রহ করা হয়। যে ট্রলার দুটি সরকারি সম্পদ। যা, সে ফরেস্টের কতিপয় অসাধু কর্মকর্তাদের খুশি করে, নিজের সম্পদ করে নিয়েছে। যা লজ্জাজনক এবং আইনত  দণ্ডনীয় অপরাধ ।উল্লেখ করা যেতে পারে, তার অধীনস্থ  রাজমিস্ত্রি  মোঃ গোলাম মোল্লা(২৬), পিতা মজিবর মোল্লা(৫৮), গ্রাম নীল ডুমুর। সে লেবারের টাকা না দিয়ে পলাতক রয়েছে। যেখানে ,লেবারের শরীরের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি পরিশোধ করার কথা।এই দুর্নীতি কার্যকলাপের দরুন এলাকার সচেতন মহল এই কনটাক্টার  আলমকে বহিষ্কারের দাবি জানিয়েছে।