সাতক্ষীরা পৌর পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন শুরু – দৈনিক সাতক্ষীরা সংবাদ

সাতক্ষীরা পৌর পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন শুরু

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৮, ২০২৫

সাইদুল বাসার স্টাফ রিপোর্টার ॥  সাতক্ষীরা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য নবায়ন যাচাই-বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৮ জুন দুপুর ১ টায এক গণতান্ত্রিক পরিবেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সার্চ কমিটির আয়োজনে আয়োজিত এ কার্যক্রম ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির কড়া বার্তা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব রহমতউল্লাহ পলাপ। তিনি তার বক্তব্যে বলেন দলে কেউ অপরিহার্য নয়—শুধু একজন ছাড়া, তিনি হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দলের ভেতরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, গঠনতন্ত্র লঙ্ঘন করে বা পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন আজ ৩ নম্বর ওয়ার্ডে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাও দলের নজরে এসেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত রহমত উল্লাহ পলাপ আরও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতক্ষীরা জেলার দায়িত্বে ছয়জনকে দিয়েছেন। এই ছয়জন নেতার সিদ্ধান্তই হবে দলের সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সিদ্ধান্ত এবং সেটি সবাইকে মানতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ ও গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সদস্য তাসকিন আহমেদ চিশতী, ডা. মনিরুজ্জামান সহ জেলা, থানা ও শহর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক তৃণমূল কর্মীবৃন্দ। কার্যক্রমের পুরো সময় জুড়েই এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, এবং দলের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিএনপি তৎপর এই যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি দলীয় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে চায় বলে জানান । সার্চ কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর।