সাইদুল বাসার স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মিন্টু কাউন্সিলরের বাড়ির সামনে থেকে অর্থাৎ বাবুর আলী সরদারের বাড়ি হয়ে জিয়াদ কবিরাজের বাড়ির মুখ পর্যন্ত এলাকার ড্রেন ও পাঁকা রাস্তা না থাকায় চরম দুর্ভোগ ডেকে এনেছে। স্থানীয় আঃরহিমের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই এলাকায় হাঁটুসমান পানি জমে যায়, ফলে প্রতিদিনের চলাচলে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয় নারী, শিশু, বৃদ্ধসহ সকল পথচারীকে। আঃরহিম আরো জানান, বিগত কয়েক বছরে সাতক্ষীরা পৌরসভায় একাধিকবার লিখিত দরখাস্ত দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পৌরসভার প্রতি একাধিকবার অনুরোধ জানানো হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তার পুনর্র্নিমাণ না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে।