সাতক্ষীরা জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

সাতক্ষীরা জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ৫, ২০২৫

তালা প্রতিনিধি ॥ মুসলিম নিকাহ রেজিষ্টার কল্যাণ পরিষদের কার্যক্রম সাতক্ষীরা জেলা ব্যাপী পরিচালনা করার লক্ষ্যে সংগঠনের জেলা পর্যায়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে সাতক্ষীরার ১০নং আগরদাড়ি ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিষ্ট্রার মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুসলিম নিকাহ রেজিষ্ট্রারগন বক্তব্য রাখেন। সভায় জেলা ব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে সাতক্ষীরা সদরের মাওলানা আব্দুল হামিদেকে আহবায়ক, সদরের আলহাজ্ব মাওলানা রওশন আলমকে কোষাধ্যক্ষ এবং শ্যামনগরের বি.এম. বাকি বিল্লাহ, কালিগঞ্জের ফুয়াদুল ইসলাম, আনোয়ারুস সাদাত, রেজওয়ানুল কবীর সাদী, আশাশুনির আনোয়ারুল হক ও তালার ইসলামকাটি ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার মাওলানা মিজানুর রহমানকে সদস্য করে ৮ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়। ৩ মাস মেয়াদী এই কমিটি অতিদ্রুত নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।