স্টাফ রিপোর্টার ॥সাতক্ষীরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড ‘লি কুপার’ ও ‘লোটো’র দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) প্রতিষ্ঠানটি তাদের ১শ ২৯তম ও ১শ ৩০তম আউটলেট হিসেবে সাত¶ীরা শহরে দুটি স্থানে এই আউটলেট চালু করে। এর মধ্যে একটি আল আরাফা ব্যাংক সংলগ্ন এলাকায় এবং অন্যটি মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে সিদ্দিক মার্কেটে। এসময় অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী ডাঃ আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধন উপল¶ে প্রতিষ্ঠানটি বিশেষ ছাড় ঘোষণা করে। প্রথম ৫০ জন ক্রেতার জন্য রয়েছে ৫০% ছাড়, পরবর্তী ৪০ জনের জন্য ৪০%, এরপর ৩০ জনের জন্য ৩০%, ২০ জনের জন্য ২০% ছাড় এবং বাকি সকল ক্রেতার জন্য ১০% ছাড়। এই বিশেষ অফার চলবে ২৬ জুন পর্যন্ত। আউটলেট দুটিতে লোটো ও লি কুপার ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের লেদার ও ফ্যাশন পণ্য যেমন প্রিমিয়াম জুতা, স্যান্ডেল, ব্যাগ, ফরমাল ও ক্যাজুয়াল পোশাক, টি-শার্ট, অফিস সামগ্রীসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে। উদ্বোধনী দিনে শো রুম দুটিতে সাতক্ষীরার সকল ফ্যাশন সচেতন তরুন-তরুনীদের পছন্দের পণ্য কিনতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।