স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার কালিগঞ্জ ও তালায় দু’জনার আত্মহত্যার খবর পাওয়া গেছে। এদের এজন কালিপদ দাশ (৭৫)। তিনি তালা উপজেলা সদর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে। অপরজন মাসুরা বেগম (৪২)। তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামের তিনি স্থানীয় হাবিবুর রহমান ওরফে হবি গাজীর স্ত্রী। কালিপদ দাশের মরদেহ আজ শনিবার (৫ জুলাই) সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। জানা যায়, শনিবার বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম বাগানে লুঙ্গি প্যাচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ এবং ঋণগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে পারিবারিক কলহের জেরে মাসুরা বেগম (৪২) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় হাবিবুর রহমান ওরফে হবি গাজীর স্ত্রী এবং দুই সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (০৪ জুলাই) সকাল ৮টার দিকে নিজ ঘরের বারান্দার গেটে তালাবদ্ধ করে ও ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাসুরা বেগম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ ও মানসিক টানাপোড়েন চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি চরম হতাশায় এমন পথ বেছে নেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, আত্মহত্যার পেছনে কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।