শ্যামনগর প্রতিনিধি॥ সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীর গোদাড়া গ্রামে শতাধিক ব্যক্তির চলাচলের একমাত্র পথ টি চরম প্রতিবন্ধকতার প্রতিকার পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন-কাশিমাড়ী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড গোদাড়া গ্রামের আব্দুল হামিদ সহ স্থায়ী বাসিন্দারা। তারা লিখিত অভিযোগে জানান, তাদের বাড়িতে যাতায়াতের ১৩টি পরিবারের যাতায়াতের জন্য ২ টি পুকুরের মধ্যবর্তী স্থান দিয়ে একটি যাতায়াত পথ নির্দিষ্ট এবং পাকা করণ ছিল। কিন্তু তাদের প্রতিবেশী মো: আব্দুর রব, মো: ইমদাদুল গাজী, মো: ওদুদ গাজী, মো: রহিম বিশ্বাস, মোঃ মান্নান গাজী তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে অপতৎপর রয়েছে। পুকুর ২ টি পাড় না রাখার ফলে ভারী বর্ষনে যাতায়াত পথ বিলীন হতে চলেছে। ফলে বর্তমানে কাঠের স্যাঁকো নির্মাণ করে চলাফেলা করতে বাধ্য হচ্ছে। ঐ পুকুর ২ টিতে পাড় না রাখার ফলে তাদের বসত ভিটা বাড়ী ধস নেমে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। গরীব ও অসহায় পরিবারদের সামান্য সহায় সম্বল বসত ভিটা টুকু দিন দিন পুকুর গর্ভে চলে যাচ্ছে। তাছাড়া বসত ভিটার পশ্চিমে আউট ড্রেন না রাখায় অবৈধ ভাবে ঘের করার ফলে তাদের কৃষি জমির ফসল, মিষ্টি পানিয় পুকুর, গাছ-গাছালি, কবরস্থান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় কয়েক দফায় শালিশ বিচার পর্যন্ত হয়। কিন্তু তারা শালিসি সিদ্ধান্ত মানতে সম্মত হলেও পরবর্তীতে প্রভাব বিস্তার করে ভয়-ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে। কাঠের সোঁকোটি জরাজীর্ণ থাকায় এবং পুকুরের পাড় না থাকায় প্রতি নিয়ত দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে। তা ছাড়া কোমলমতি ছাত্র/ছাত্রীদের স্কুলে এবং বয়োবৃদ্ধরা যাওয়া আসা করা খুবই কষ্টকর ও নিরাপত্তা হীনতায় জীবনের ঝুঁকি নিয়ে চলা ফেরা করছে। যাতায়াতের পথের স্থায়ী ব্যবস্থা গ্রহন সহ ক্ষয়-ক্ষতির হাত থেকে পরিত্রান পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।