শ্যামনগর প্রতিনিধি॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু কনটেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশুএর আয়োজনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সাংবাদিকদের কাজকে স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সামিউল আজম ইমাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারিদ বিন শফিক, শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ডেপুটি ম্যানেজার, রাইট টু ফুড এন্ড লাইফলিহুড, একশনএইড বাংলাদেশ অমিত রঞ্জন দে ও এলআরপি কো-অর্ডিনেটর একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪ শ্যামনগর মোঃ আব্দুল কাইয়ূম, একশন এইডের প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকী ও মনিটরিং ইভ্যালুয়েশন একাউন্টেবিলিটি এন্ড লার্নিং অফিসার জিহান সোহানা নাবী। শ্যামনগরে জলবায়ু সৃষ্ট সমস্যা নিয়ে নিউজ করার জন্য প্রেস ক্লাব সভাপতি ছামিউল আযম মনির ( দৈনিক সমকাল ) ১ম, প্রেস ক্লাব সদস্য অনাথ মন্ডল (দৈনিক ইত্তেফাক) ২য় ও আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি বেলাল হোসেন ৩য় স্থান অধিকার করায় বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এ সময় সাংবাদিকদের ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। সংস্থাটির আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ক্যাম্পাস থেকে জলবায়ু বিষয়ক ্র্যালী শেষে প্লাস্টিকের বর্জন পূর্বক গাছের চারা বিতরণের উদ্বোধন করেন-প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।