শ্যামনগরে গনমুখি ফাউন্ডেশনের বাস্তবায়নে যুব প্রশিক্ষন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

শ্যামনগরে গনমুখি ফাউন্ডেশনের বাস্তবায়নে যুব প্রশিক্ষন

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৭, ২০২৫

এস কে সিরাজ, শ্যামনগর ॥ যুব প্রশিক্ষণ – পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশ (পিকেএসএফ) এর অর্থায়নে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কর্যক্রমের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১০০ জন যুবকে ০১/০৬/২০২৫ তারিখ হতে ০৪/০৬/২০২৫ তারিখ পর্যন্ত ৪ টি প্রীথক ব্যাচে “সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ এর আয়োজন করা হয় হয়। প্রশিক্ষণ ৪ টি তে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা ও মাওলানা মোঃ আব্দুর রহমান, পশ্চিম বিড়ালক্ষী সানাবাড়ী জামে মসজিদ, নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা এবং তাপস জোয়ারদার, পুরহিত, বল্লবপুর মন্দির, ভুরুলিয়া, শ্যামনগর, সাতক্ষীরা। আরও উপস্থিত ছিলেন হাসান ইকবাল রাসেল, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি, এনজিএফ ও মোঃ রেজাউল উসলাম সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি, এনজিএফ।