শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আরিয়ান সাদিক মাহি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভুরুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। একই গ্রামের মোঃ মামুন হোসেনের পুত্র সে।
নিহতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানায় শিশুপুত্রকে বাড়ির উঠানে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিল তার মা। এসময় পরিবারের অপরাপর সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে পাশের পুকুরের মধ্যে পড়ে যায় শিশু মাহি। একপর্যায়ে খোঁজখবর শুরু করার পর পাশর্^বর্তী পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা।
তৎক্ষণাত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের সম্মতি দেয়া হয়েছে।