নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার প্রধান সড়কগুলোতে এলইডি বাতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে পৌরসভার অর্থায়নে এলইডি সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, “সাতক্ষীরা পৌরসভার সৌন্দর্য বর্ধনে এবং শহরকে আলোকিত রাখতে ‘এলইডি সড়ক বাতি’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্বে প্রধান প্রধান সড়কগুলোতে ১০০ ওয়াট’র ৩০০ টি বাতি স্থাপন করা হচ্ছে।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহমেদ, আনোয়ার হোসেন মিলন, শফিকুল আলম বাবু, রাবেয়া পারভীন, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও মো. মাসুদ রানাসহ পৌর কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।