রামপালের বিদ্যুৎ যশোরে আনতে হাই ভোল্টেজ তার ও পিলার স্থাপনের চেষ্টা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

রামপালের বিদ্যুৎ যশোরে আনতে হাই ভোল্টেজ তার ও পিলার স্থাপনের চেষ্টা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৮, ২০২৫

যশোর অফিস ॥ রামপাল থেকে বিদ্যুৎ যশোর কেন্দ্রে আনার নামে ভূমি অধিগ্রহণ না করে বা ভূমির মালিকদের কোন প্রকার নোটিশ না দিয়ে বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়ায়) ঠিকাদারী প্রতিষ্ঠান জবরদখল কাজ করতে যাচ্ছে। যা ভূমির মালিক ও এলাকাবাসীদের ক্ষুব্ধ করে তুলেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন তার ও বিদ্যুৎ যে জমির উপর দিয়ে যাবে সেখানে বসতবাড়ি করা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ। পিলারগুলোও অপরিকল্পিতভাবে পোতার উদ্যোগ নিয়ে জমি ব্যবহারের অনুপযোগী করা হচ্ছে। ভূমি মালিকরা এই অনিয়মের প্রতিবাদে গত ২৭ জুন বিকালে  মেডিকেল কলেজপাড়ায় এক সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুস শুকুর।  সভায় তরিকুল ইসলামকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়া) ভূমি রক্ষা সংগ্রাম কমিটি গঠন করা হয়। আগামী ২৯ জুন সকাল সাড়ে ১১ টায় মেডিকেল কলেজপাড়ায় ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম।