যশোর অফিস ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এক যুবক ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম মো. মুরসালিন (২০), তিনি ওই এলাকার মৃত মোস্তফার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ জুন) রাত আনুমানিক ১২টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সবার অগোচরে নিজ শয়নকক্ষে তিনি আত্মহত্যা করেন। সকালে এক বন্ধু তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশে খবর দেন। থানা পুলিশ এসে মরদেহ নামিয়ে নিশ্চিত হয় যে যুবকটির মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর ধারণা, প্রেম করে বিয়ে এবং সম্প্রতি বিবাহ বিচ্ছেদের কারণে হতাশায় ভুগে তিনি আত্মঘাতী হন। প্রাথমিক তদন্ত অনুযায়ী এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বাঘারপাড়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।