যশোর অফিস ॥ যশোরের অভয়নগর উপজেলায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মোঃ ইমরান খাঁ (১৭)। তিনি শংকরপাশা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বাবুখা। জানা গেছে, গত ৪ জুলাই খাওয়ার পর থেকেই ইমরান নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে কোনো থানায় জিডি করেনি। ৫ জুলাই ভোরের দিকে যেকোনো এক সময়ে নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের ভৈরব নদীর পাশের একটি দোচালা টিনের ঘরে তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে। এদিন বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ঘরের আশেপাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা জানালার ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গলায় ওড়না জাতীয় কাপড় প্যাঁচানো অবস্থায় ইমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত ইমরান খাঁ স্থানীয় একটি মাছ বাজারে মাছ কাটার কাজ করতেন এবং জনৈক মোঃ সাইফুল ইসলামের দোচালা টিনের ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি অবিবাহিত এবং মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসীর বরাতে জানা গেছে। পারিবারিক ঝগড়ার জেরে বাড়ি ছেড়ে তিনি ওই ঘরে অবস্থান করছিলেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে কিশোর ইমরান আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।