যশোর অফিস ॥ অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত (২৭)কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার গভীর রাতে মণিরামপুর উপজেলার সুজাতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার অভিযানটি পরিচালনা করেন ডিবি অফিসার মোঃ মঞ্জুরুল হক ভুইয়ার নেতৃত্বে এসআই অলক কুমারদে এসআই শিবু মন্ডল ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত পল্লব বিশ্বাস মণিরামপুর থানার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং সেখানে তরিকুল হত্যা মামলায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে বলে জানায় ডিবি।