যশোরে রিকশাচালকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত, যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

যশোরে রিকশাচালকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত, যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুলাই ৬, ২০২৫

যশোর অফিস ॥ যশোরের কোতোয়ালি থানাধীন মনিহার আর এন রোডের তেল পাম্পের সামনে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তুষার (৩৫) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছে। আহত তুষার যশোর জেলার মনিরামপুর থানার হরিদাসকাটি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম বজলুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে তুষার রিকশা নিয়ে কোতোয়ালি থানার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (নাম্বার: ঢাকা-৯০১/অ, নাহিদ ট্রেডার্স) তার রিকশার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রিকশাচালক তুষার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানা গেছে, তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তুষারের রিকশায় আঘাত করে।