যশোরে জমি বিরোধে হামলা: নারীসহ পাঁচজন আহত, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

যশোরে জমি বিরোধে হামলা: নারীসহ পাঁচজন আহত, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৮, ২০২৫

যশোর অফিস ॥ যশোর সদরের করিচিয়া শেখপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মালেকা খাতুন (৪১) নামের এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দেওয়া হয়েছে। মামলায় বলা হয়েছে গত ২৬ জুন রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত শহিদুল ইসলাম, মিন্টু, রেবেকা বেগম, রিতু খাতুন ও তাদের ২-৩ জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে গালিগালাজ এবং মারধর শুরু করে। হামলায় বাদী মালেকা খাতুনের কপালে ধারালো অস্ত্রের কোপ পড়ে এবং তার জা নাজমা বেগম গুরুতর আহত হন। বাদীর কিশোরী মেয়ে বৃষ্টিকে মারধরের পাশাপাশি তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। প্রতিবাদ করতে এলে নাজমার মেয়ে পিয়াকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে নাজমা বেগম চিকিৎসাধীন।