যশোরে গাজা সহ এক নারী আটক পুরুষ পলাতক – দৈনিক সাতক্ষীরা সংবাদ

যশোরে গাজা সহ এক নারী আটক পুরুষ পলাতক

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৮, ২০২৫

যশোর অফিস ॥ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এক দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার দুপুর একটার দিকে সদর উপজেলার সীতারামপুর পশ্চিমপাড়া নারকেল বাগান এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে স্ত্রী জাকিরন নেসাকে (৪৮) আটক করতে পারলেও তার স্বামী আবুল কাশেমকে (৬৮) আটক করা সম্ভব হয়নি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সাইদুর রহমান জানিয়েছেন, শনিবার গোপন সূত্রে সংবাদত পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সংবাদ অগেই পেয়ে আবুল কাশেম পালিয়ে যান। কিন্তু তার স্ত্রীকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।