মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়লগ সভা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়লগ সভা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৭, ২০২৫

আশাশুনি ব্যুরো ॥ সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউ পি সংরক্ষিত সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ নেন। স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা ও মানব মপাচার প্রতিরোধ কমিটির সদস্য নারায়ন চন্দ্র মন্ডল। সভায় প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফলসহ বিগত দিনের অর্জন সমুহ আলোচনা এবং সিটিআইপি সদস্য সাফিরুল ইসলাম এর পরিচালনায় আগামী তিন মাসের করনীয় কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মো: মাহাবুবুর রহমান আকন্দ। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।