মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক গঠন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক গঠন

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৪, ২০২৫

আশাশুনি ব্যুরো ॥ সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় বিভিন্ন পদ্ধতিতে ফিল্ড পর্যায়ে কাজ করছে উন্নয়ন সংস্থা রূপান্তর ও অগ্রগতি সংস্থা। প্রকল্পের আওতায় ২৪ জুন সকাল ১০.৩০ টায় সাতক্ষীরার হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক ফর্মেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আরার নির্বাহী পরিচালক এস কে আবুল কালাম আজাদ, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক। এছাড়া অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর, অগ্রগতি সংস্থা, সিডো, মৌমাছি, সাস, ঢাকা আহসানিয়া মিশন , প্রেরনা, স্বদেশ, লিডার্স, ক্রিসেন্ট, রাইট যশোর, পরিত্রাণ, আরা, হীড, মিডা, এনজিএফ, বড়কপট গনচেতনা ফাউন্ডেশন সহ সিটি আইপি ও সারভাইভারসহ ১৮ টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাবৃন্দ। প্রোগ্রামে প্রকল্পের কার্যক্রম সহ মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠণের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের মাসনুন হক, রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ ও অগ্রগতি সংস্থার ডেপুটি ম্যানেজার শাহিনুর জামান। অন্যদের মধ্যে রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায়, কমাউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুব আলম সেন্ট, কুমারেশ মন্ডল উপস্থিত ছিলেন।