যশোর অফিস॥ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ নূর মোহাম্মদ (৩২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ জুন রাতে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেন, ডিবির এসআই বাবলা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদের বিরুদ্ধে পূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই বাবলা দাস বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।