মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি – দৈনিক সাতক্ষীরা সংবাদ

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট ॥ মব জাস্টিস বা জনতার বিচারের মাধ্যমে যদি বিএনপির কোনো নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আদালতের ভেতরে পুলিশের উপস্থিতিতে কীভাবে আসামিদের হেনস্তা করা হয়, সেটা সরকারের কাছে প্রশ্নসাপেক্ষ। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন নির্বাচন কমিশনার দায়ী থাকলেও, বিএনপি চায় তাদের বিচার হোক আইনসঙ্গতভাবেই।নতুন জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।  এ সময় দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা একসঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।