ভারতের নিষেধাজ্ঞা: স্থলপথে পাট আমদানি বন্ধ, বেনাপোলে ব্যবসায়িক অস্থিরতা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

ভারতের নিষেধাজ্ঞা: স্থলপথে পাট আমদানি বন্ধ, বেনাপোলে ব্যবসায়িক অস্থিরতা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৮, ২০২৫

যশোর অফিস ॥ বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। তবে সমুদ্রপথে, বিশেষ করে ভারতের নহাভা শেভা বন্দরের মাধ্যমে আমদানি চালু থাকবে। ২৭ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক ও অতিরিক্ত সচিব অজয় ভাদুর স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে পণ্য চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট আমদানিকারক ও বন্দর-নির্ভর শ্রমজীবীরা। একই উদ্বেগ প্রকাশ করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ পাটজাত পণ্য রপ্তানি হতো এই পথে। নিষেধাজ্ঞায় বহু কর্মসংস্থানের ঝুঁকি তৈরি হয়েছে।”বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, বিষয়টি দুই দেশের সরকারের সিদ্ধান্ত, তবে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিষয়টি শুনেছেন।