স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি নামলেই যেখানে হয় জলাবদ্ধতার সৃষ্টি! এমন এক অবহেলিত জনপদের নাম সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য-কাটিয়া বায়তুন নুর জামে মসজিদ সড়ক। সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য কাটিয়া এলাকার বায়তুন নুর জামে মসজিদের সামনের এই সড়কে একটু বৃষ্টি নামলেই হয়ে পড়ে জন চলাচলের অনুপযোগী। আর বৃষ্টির পরিমাণ একটু বেশি হলেই প্রায় ১ ফুট পানির নিচে তলিয়ে থাকে সড়কটি? জলাবদ্ধতার কারণে নামাজে আসা মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ এলাকার ড্রেনগুলো রাস্তার সাথে একাকার হয়ে গিয়েছে। কিছু কিছু স্থানে রাস্তার চেয়ে ড্রেন উঁচু হয়ে গিয়েছে? ফলে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় জমে জন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী জানান, বাসার সামনে রাস্তায় হাঁটুপানি। বাড়ি থেকে বের হতে পারি না? বৃষ্টির পানি সরানোর কোনো ব্যবস্থা নেই? বৃষ্টি নামলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগের স্বীকার হতে হয় আমাদের। সময় মত ড্রেন পরিস্কার না করার কারণে ময়লা আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে যায়, তখন বৃষ্টি হলে ড্রেন দিয়ে পানি সরতে না পারায় ড্রেনের দুর্গন্ধ যুক্ত ময়লা পানি উপচে রাস্তায় জমতে থাকে, তখন রাস্তায় একদিকে বৃষ্টির পানি অপরদিকে ড্রেনের দুর্গন্ধ যুক্ত পানি একাকার হয়ে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একান্ত প্রয়োজন ছাড়া এলাকার জনসাধারণ বের হতে পারেনা এ রাস্তা দিয়ে। নিতান্ত প্রয়োজনে হেঁটে হেঁটেই এলাকার মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য কিনতে গিয়ে পঁচা দুর্গন্ধ পানিতে ভিজে পায়ে দেখা দেয় চুলকানি রোগ। তারপরেও অধিকাংশ সময় পৌরসভার কর্মচারীরা ড্রেন পরিস্কার করে দুর্গন্ধ যুক্ত আবর্জনা রাস্তার পাশে ফেলে যায় কিন্তু সে আবর্জনা একদিন দুদিন সপ্তাহপার হলেও পরিস্কার না করায় এলাকার পরিবেশ হয়ে পড়ে চরম দুষিত। বৃষ্টির কারণে এলাকার দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে দিনাতিপাত করে বর্ষা মৌসুমে। এলাকাবাসী জানান সাতক্ষীরা পৌরসভাটি বর্তমানে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নতি হলেও রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার চরম অবনতি লক্ষ্য করা যায়। এলাকাবাসী গভীর ক্ষোভ প্রকাশ করে জানান, সরকার আসে সরকার যায়। আবার পৌরসভার মেয়র বদলায়, আবার বদলায় পৌরসভার স্থানীয় কাউন্সিলর, সকল নির্বাচনের পুর্বে কাউন্সিলর, মেয়র, সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিশ্রুতি থাকে প্রথমে তারা জনস্বার্থে রাস্তাঘাট ও পানি চলাচলের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করবেন। কিন্তু, কিছু কিছু এলাকায় কাজ হলেও সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্য-কাটিয়া এলাকার “কাটিয়া নবনুর সরাসরি প্রাথমিক বিদ্যালয়” ( জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার) এর বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যে, রাস্তাটি সাতক্ষীরা সরকারি কলেজ অভিমুখে গেছে ওই রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বাসাবাড়ির পানি এসে পড়ে ভরাট যুক্ত ড্রেনে, আর ড্রেনের দুর্গন্ধযুক্ত আবর্জনার সাথে একাকার হয়ে রাস্তায় পানি ও আবর্জনায় একাকার হয়ে থাকে। ফলে এলাকার জনসাধারণ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তির মধ্যে। এলাকার গরীব মানুষের একদিকে যেমন কাজ নেই, অন্যদিকে বাড়ির সামনেই জমে থাকা পানি চলাচলও দারুন দূর্ভোগের স্বীকার হতে হচ্ছে তাদের। এমতাবস্থায় চরম ভোগান্তির শিকার ভুক্তভোগী এলাকাবাসীর দাবি অচিরেই এই সড়কটি সংস্কারের ব্যবস্থা নেয়া হোক। এব্যাপারে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।