বড়দল স্কুলে অবৈধ অধ্যক্ষের কমিটি গঠনের চেষ্টার অভিযোগ – দৈনিক সাতক্ষীরা সংবাদ

বড়দল স্কুলে অবৈধ অধ্যক্ষের কমিটি গঠনের চেষ্টার অভিযোগ

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৫, ২০২৫

আশাশুনি ব্যুরো ॥ আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে কমিটির অনুমোদন ছাড়াই ভারপ্রাপ্ত অধ্যক্ষের পরিচয়ে কমিটি গঠনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান জানান, তিনি ২০২২ সালে গভর্নিং বডির অনুমোদন সাপেক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী কমিটির অনুমোদন বা রেজুলেশন ছাড়াই গত ২৫/৫/২৫ তারিখে পেশি শক্তি বলে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে অফিস জবর দখল করেন। তখন আমি থানায় সাধারণ ডায়রী করি। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও আইন আদালতের দারস্থ হই। মহামান্য হাই কোর্ট ১৬/৯/২৫ তাং পর্যন্ত আমার পক্ষে স্টে অর্ডার বহাল রাখেন। তারপরও অধ্যাপক মোহাম্মদ আলী আমার সিল ব্যবহার করে কমিটি গঠনের পায়তারা চালাচ্ছেন। যা আদালত অবমাননা কর ও বে আইনী। আমরা বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।