প্রতাপনগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কমিটি গঠন – দৈনিক সাতক্ষীরা সংবাদ

প্রতাপনগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কমিটি গঠন

লেখক/প্রতিবেদকঃ
প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৩

আকাশ হোসেন নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ত্রিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুদীন সরকার ।
সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল। সুকুমার দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিক, অমিত সোম, দীলিপ বিশ্বাস, মনোজ সোম, সচ্চিদানন্দ সরকার, যোগেশ সরকার, সনদ কুমার রায়, নিহার রঞ্জন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রশান্ত কর্মকারকে সভাপতি,  সুকুমার দাসকে সাধারণ সম্পাদক ও জোগেশ সরকারকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্টি কমিটি ঘোষণা করা হয়।