গত ২৮ মে শনিবার আরা কর্তৃক আয়োজিত দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে প্রকল্প এলাকার জলবায়ু উদ্বাস্ত নারীদের নিয়ে “আয়বর্ধনমুলক কাজের সুযোগ সৃষ্টি জন্য এক কর্মশালা”অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে প্রকল্পের উপর বিস্তারিত আলোচনা ও অগ্রগতি উপস্থাপন করেন শেখ আবুল কালাম আজাদ, কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-শোয়াইব আহমাদ, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর । তিনি বলেন- পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারা সবাই চাকরি করে না,তারা ব্যবসা করে ধনী হয়েছে। তাই আমাদের সকলের উচিত উদ্যোক্তা হওয়া ও ব্যবসা শুরু করা। নারীদের পিছিয়ে রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না । তাই নারীদের উন্নয়নের জন্য সকল সেক্টরকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন জলবায়ূ বিপন্ন নারীদের উন্নয়নে আরা সংস্থার এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম,এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব। আমরা কাজ করি বলে আমাদের অনেক কথা শুনতে হয়,তারপরও কাজ করে যাবো প্রাপ্তির কোনো আশা না রেখে। আমরা চাকরি করব না চাকরি অন্যদেরকে দিবো, আমাদের মানসিকতা এমন হওয়া উচিৎ। মানুষ সফল হতে গেলে তিনটি জিনিস প্রয়োজন- মানি ,মেথড ও ম্যান । এই তিনটি বিষয়ের সমন্বয় থাকা দরকার। উক্ত কর্মশালার আরও বক্তব্য রাখের সম্মানিত বিশেষ অতিথি কে, এম, মিজানুর রহমান, অধ্যক্ষ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এস,এম আজিজুল হক , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ শরীফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার , ফাতেমা জোহরা , প্রোগ্রাম অফিসার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর , মোঃ জিয়াউর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা । সভায় সভাপতিত্ব করেন ফরিদা আক্তার বিউটি পৌরসভা নারী সুরক্ষা কমিটির সভাপতি। উক্ত কর্মশালার সাতক্ষীরা র্পৌরসভার ৯ টি ওয়ার্ডের নারী সুরক্ষা ফোরামের ৪০ জন নারী নেত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নাসরিন সুলতানা, ফির্ল্ড ভলান্টিয়ার, মো: সেকেন্দার আলী, ফির্ল্ড ভলান্টিয়ার ও সুলতান মাহমুদ ইভেন্ট অর্গানাইজার।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পিটার সেন ,প্রকল্প কো-অডিনেটরঅন,আরা।