স্টাফ রিপোর্টার : পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই আজিজ মাহমুদ সংগীয় ফোর্স সহ পাটকেলঘাটা থানাধীন জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি মটরসাইকেল উদ্ধার সহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করা হয় জুসখুলা গ্রামের সালাম সরদারের ছেলে মোঃ ইব্রাহিমএকই গ্রামের গফফার সরদার ছেলে মো: নাইম হোসেন(১৯), থানা এলাকার তৈলকুপি গ্রামের মান্নান গাজী ছেলে আরিজুল গাজী(২২)নোয়াকাটি গ্রামের আসাদুলের ছেলে জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল(২০) কে গ্রেফতার করেন ।
পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।